রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২৩, ২২ নভেম্বর ২০২০

রাজস্থলীতে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

রাজস্থলীতে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার জাহাজভাঙা এলাকার হাতিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী হতে রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় রাঙামাটির উদ্দেশে ছেড়ে যাওয়া শাহ আমানত (চট্টমেট্রো -০২-০৪-০১০২) নামক বাসের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

দূর্ঘটনায় সিএনজি'টি দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনাবাহিনী ও ডংছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করে। তৎক্ষণাৎ আহতদের নাম সংগ্রহ করা যায়নি।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় জাহাজভাঙা এলাকার হাতিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তার মাঝখানে উল্টে পড়ে যাওয়াতে দীর্ঘক্ষণ যান চলাচলে বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সহায়তায় একটি ট্রাক দিয়ে রাস্তায় পড়ে থাকা বাসটি সড়ানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার পরপর বাসের হেলপার ও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: