রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২৭, ১৯ মার্চ ২০২২

আপডেট: ১১:০৮, ২০ মার্চ ২০২২

রাজস্থলীতে টিসিবি’র ট্রাক-মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজস্থলীতে টিসিবি’র ট্রাক-মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাঙামাটি জেলার রাজস্থলীতে সরকারি টিসিবি’র পণ্য পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক হলাথোয়াচিং মারমা (৩৫) নিহত হয়েছেন। এ সময় একই মাহিন্দ্রা গাড়িতে থাকা ৩ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২ জন কে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত ১ জন কে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৯ মার্চ) বেলা ২টায় রাজস্থলীর ২নং গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধতি দিয়ে বলেন, চট্টগ্রাম থেকে সরকারি খাদ্য সরবরাহ বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর উদ্দেশ্য আসছিলো। ইসলামপুর ৫নং বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়ীটি গাইন্দ্যা সড়কে পৌঁছালে হঠাৎ বিপরীতমুখী সরকারি খাদ্য সরবরাহ ট্রাক যার নং (ফরিদপুর- ট ১১-০১৭০) সাথে মুখোমুখি মাহিন্দ্রা গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার চালক হ্লাথোয়াচিং (৩৫) মারা যায়। মাহিন্দ্রা গাড়ীতে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়।

রাজস্থলী ও চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিসিবি’র ট্রাক-মাহিন্দ্রা গাড়ি আমাদের জিন্মায় রয়েছে। একজন মাহিন্দ্রা চালক নিহত ও গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। বাকী একজন কে চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়: