রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৯, ১৪ ডিসেম্বর ২০২২

রাজস্থলীতে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অপহরণের ১০ দিনেও মেলেনি সন্ধ্যান

রাজস্থলীতে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজস্থলী এলাকাবাসী।

বুধবার সকালে রাজস্থলীর বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক মেম্বার মোতালেব হোসেন, মহিলা মেম্বার ছালাম আক্তার, জয়নাল আবেদীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর সকালে উপজেলা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক স্থান থেকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস সন্ত্রাসীরা নিখোঁজ সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ ১০ দিন পার হয়ে গেলেও এখনো নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। তাই দ্রুত নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারসহ যারা অপহরণ করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান। তা না হলে রাজস্থলী উপজেলায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার উত্তর-দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।  

উল্লেখ্য, নিখোঁজ সালাউদ্দিন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ