রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২২:২০, ২৯ অক্টোবর ২০২০

রাঙামাটিতে তক্ষক সিন্ডিকেটের সাথে জড়িত ৪ পাহাড়ী ও ৩ বাঙালী আটক

রাঙামাটিতে তক্ষক সিন্ডিকেটের সাথে জড়িত ৪ পাহাড়ী ও ৩ বাঙালী আটক

ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটিতে তক্ষক সিন্ডিকেটের সাথে জড়িত ৪ জন পাহাড়ী এবং ঢাকা থেকে আগত ৩ জন বাঙালী তক্ষক ব্যবসায়ী আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপর ২ টায় রাঙামাটি রাজবন বিহারের ক্যান্টিন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর জোনের টহল দল তক্ষক সিন্ডিকেটের সাথে জড়িত চার জন পাহাড়ী এবং ঢাকা থেকে আগত তিন জন বাঙালী তক্ষক (টক্ক) ব্যবসায়ীকে কে তক্ষক মাপার সময় হাতেনাতে আটক করে রাঙামাটি কোতয়ালী থানায় সংবাদ দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে উক্ত সিন্ডিকেটের নিকট থেকে চারটি বিভিন্ন সাইজের তক্ষক, একটি তক্ষক মাপার ডিজিটাল মেশিন, ফিতা এবং স্কেল উদ্ধার করে।



আটককৃতদের কে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, বিহারপুর এলাকার পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং রির্জাভ বাজার এলাকার আবুল কাসেম এর নির্দেশে তারা অবৈধ ভাবে তক্ষক ক্রয়-বিক্রয় করতেন এবং গত ২৩ আগস্ট ২০২০ ইং তারিখ পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং আবুল কাসেম এর নেতৃত্বে  রাজবন বিহার এলাকায় ঢাকা থেকে আগত তিন জন অজ্ঞাত তক্ষক ব্যবসায়ীকে মারধর করে বেশকিছু টাকা ছিনতাই করে। ঘটনাস্থল থেকে রাঙামাটি সদর থানা পুলিশ আটককৃত তক্ষক ব্যবসায়ীদেকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্যপ্রানী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃত তক্ষক ব্যবসায়ীরা হলেন,

 ১। নামঃ হীরো চাকমা (২৬), পিতাঃ নকল চন্দ্র চাকমা, বিহারপুর, রাঙামাটি, পেশাঃ বোট চালক।
২। নামঃ নির্মল চাকমা (১৯), পিতাঃ শুভাধন চাকমা, বিহারপুর, রাঙামাটি, পেশাঃ কৃষি।
৩। নামঃ সুজয় চাকমা (২৮), পিতাঃ জ্ঞানো চাকমা, বিহারপুর, রাঙামাটি, পেশাঃ কৃষি।
৪। নামঃ শান্তিজয় চাকমা (২৬), পিতাঃ ওমর চাকমা, বিহারপুর, রাঙামাটি, পেশাঃ কৃষি।
৫। নামঃ হাসানুজ্জামান (৪২), পিতাঃ মৃত মঈন উদ্দিন আহম্মেদ গ্রামঃ রুদ্রপুর, পোষ্টঃ বাটনাতলা, থানাঃ নেছারাবাদ, জেলাঃ পিরোজপুর।
৬। নামঃ নাজমুল আলী (৩৩), পিতাঃ মনজুর আলী, গ্রামঃ বৈরচুনা, পোষ্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।
৭। নামঃ মজিবর রহমান (৩২), পিতাঃ মৃত শাহব উদ্দিন, গ্রামঃ বৈরচুনা, পোস্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও। 

আরোও পড়ুন ফিরে দেখাঃ- অস্ত্র সহ ভান্তে আটক ও সুদৃঢ় তাৎপর্য

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ