রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০০:৩৬, ২৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৫৪, ২৬ এপ্রিল ২০২২

রাঙামাটিতে পাহাড়িকা বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটিতে পাহাড়িকা বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে পাহাড়িকা বাসার ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, মোঃ ইসা রুহুল (৩৮) ও মোঃ দাউদুল হাসান (৩৮)। নিহত দাউদের গ্রামের বাড়ি ভোলা জেলা সদরের কালিবাড়ি রোড এলাকায় এবং ইসা রুহল এর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোবিন্দপুর এলাকায়। তারা দুজনই একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা পরিবহনের একটি গাড়ি যার নং (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪০) প্রধান সড়কের বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষনিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়। তাদের দুজনকে পথচারি ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নূরজাহান বেগম জানিয়েছেন, ‘দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। কিন্তু আনার আগেই তারা মারা গেছেন।’

রাঙামাটির ট্রাফিক পরিদর্শক মোঃ ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘একটি মোটরসাইকেলকে চট্টগ্রামের দিক থেকে আসা পাহাড়িকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আমরা বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছি।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, ‘দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসটিকে আটক করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা করছি আমরা। নিহতদের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।’
 

জনপ্রিয়