রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:১৩, ৯ মে ২০২২

আপডেট: ১৯:১৪, ৯ মে ২০২২

কাপ্তাই হ্রদে মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করলো নৌ পুলিশ

কাপ্তাই হ্রদে মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করলো নৌ পুলিশ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছেন। সোমবার দুপুরে হ্রদের বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী, পুলিশ পরিদর্শক ইরফানুর রহমান অংশ নেন।

উক্ত অভিযানের সময় ০২টি ঝোপ, ১১০টি বাঁশ, ১২০টি বড়শি ও ১০টি মাছ ধরার চাই উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে ৬ মে হতে শুরু হওয়া অভিযান জুলাই‌ পর্যন্ত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালীন কাপ্তাই হ্রদে সকল ধরনের অবৈধ জাল, মাছ ধরার উপকরণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার বন্ধে নৌ পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান নৌ পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুঁইয়া।