রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২২

রাঙামাটিতে উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রাঙামাটিতে উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রাঙামাটিতে উপজেলা পর্যায়ে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শিশু পার্ক এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বালুখালী ইউনিয়নের ১ হাজার ফ্যামিলি কার্ড ধারী ভোক্তা পণ্য সংগ্রহ করতে দেখা গেছে। প্রতি কার্ডের বিপরীতে ৪০৫ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি সংগ্রহ করছে ভোক্তারা। 
 

জনপ্রিয়