রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৬:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৮:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

পার্বত্য দূর্গম এলাকার কোথাও আর অন্ধকার থাকবেনা: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটির বালুখালীতে সোলার হোম সিস্টেম বিতরণ

পার্বত্য দূর্গম এলাকার কোথাও আর অন্ধকার থাকবেনা: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

পার্বত্য দূর্গম এলাকার কোথাও আর অন্ধকার থাকবেনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য দূর্গম এলাকার জনগনকে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এছাড়াও পাহাড়ের দূর্গম এলাকাকে আরো বেশী আলোকিত করতে ১ হাজার কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী কিছু দিনের মধ্যে পার্বত্য দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে। তখন বালুখালী নয়, আরো দূর্গম এলাকার মানুষ বিদ্যুতের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল এলাকার দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্র চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

পরে পার্বত্য মন্ত্রী রাঙামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৬৩৯টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
 

সর্বশেষ