রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:১০, ২ মার্চ ২০২৩

জাতীয় ভোটার দিবসে রাঙামাটিতে সভা ও স্মার্ট কার্ড বিতরণ

জাতীয় ভোটার দিবসে রাঙামাটিতে সভা ও স্মার্ট কার্ড বিতরণ

‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাঙামাটিতে। বৃহস্পতিবার সকালে শহরের সিনিয়র জেলা নির্বাচন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যোগ্য নাগরিকদের অবশ্যই ভোটার হাওয়া প্রয়োজন। এতে করে ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারেন। সেই প্রতিনিধি জনগণের পক্ষে কথা বলবে। একটি নির্ভুল ভোটার তালিকা সুন্দর নির্বাচন করতে সহায়তা করে। নির্বাচনে নির্বাহী বিভাগ নির্বাচনকালীন সময়ে সহায়তা করতে বাধ্য এবং করে থাকে। নির্বাচন সফল ভাবে শেষ করতে প্রতিটি দপ্তর কাজ করে।’

রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। সারাবছর ভোটার হওয়ার সুযোগ হয়েছে। সব শেষ হালনাগদ অনুযায়ী রাঙামাটি জেলা ৫ লাখ ৫ হাজার ৪১৬ জন ভোটার।’

আলোচনা সভা শেষে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। আলোচনা সভার আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
 

সর্বশেষ