রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:০৮, ১৯ নভেম্বর ২০২১

মানুষের মধ্যে মানবিকতা তৈরি করে শিক্ষা: মাহবুবউল আলম হানিফ

মানুষের মধ্যে মানবিকতা তৈরি করে শিক্ষা: মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ- ফাইল ফটো


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মানুষের মধ্যে মানবিকতা তৈরি করে শিক্ষার আলো। এজন্য বঙ্গবন্ধু শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ: আমাদের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, আমাদের সমাজে নীতি-নৈতিকতার অনেক অবক্ষয় হয়েছে। অনৈতিকতা প্রতিরোধ করতে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। অনৈতিক কাজকে কীভাবে প্রতিরোধ করা যায় সেজন্য আমাদের নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করতে হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রোধ করার চেষ্টা করতে হচ্ছে। শিক্ষা জীবনের শুরু থেকেই নৈতিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রাথমিক শিক্ষায় নীতি-নৈতিকতা শেখাতে পারলে আমরা এ অনৈতিকতা থেকে বের হয়ে আসতে পারবো।

মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া এতোটাই নিষ্ঠুর ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার পর পার্লামেন্ট রসিকতা করে উনি বলেছিলেন, তাকে কে মারতে যাবে! উনি নিজেই ভ্যানিটি ব্যাগে করে এ গ্রেনেড নিয়ে গেছেন। তারপরও শেখ হাসিনা বর্তমানে খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছেন। কারণ শেখ হাসিনার মাঝে শিক্ষার আলো আছে।

হানিফ বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার ভাবনা করেছিলেন। যুদ্ধের পর সীমিত সম্পদের দেশে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। ১ লাখ ৪০ হাজারের মতো শিক্ষককে সরকারিকরণ করেছিলেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গোটা জাতিকে সুশিক্ষিায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আঘাতটা শিক্ষার ওপরও এসেছিলো। এরপর বিএনপি-জামায়াত সরকারের আমলে প্রাইমারি, হাইস্কুলের শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটেছিলো। মেধাহীন শিক্ষকদের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়