দেশব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চ পালন করবে আওয়ামী লীগ
নিউজ ডেস্কঃ-
প্রকাশিত: ১৩:০২, ৫ মার্চ ২০২২

ফাইল ছবি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলা আওয়ামী লীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য, বাঙালি তথা বিশ্বের সকল লাঞ্চিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি:
আগামী ৭ মার্চ (সোমবার) ভোর ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন।
পরে সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন: