• রাঙামাটি

  •  সোমবার, জুন ৫, ২০২৩

রাজনীতি

লংগদু ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন

লংগদু প্রতিনিধিঃ-

 প্রকাশিত: ১২:৪৩, ২৬ মে ২০২৩

লংগদু ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদর ইউনিয়ন শাখার কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম উদ্দিন সরকার।

লংগদু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া।

এছাড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন: