রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৪৩, ৯ নভেম্বর ২০১৯

শ্রমিকলীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

শ্রমিকলীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে শ্রমিকলীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিকলীগের সম্মেলন মঞ্চে এসে পৌঁছান জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক অভিভাবক 

শেখ হাসিনা। এটি সম্মেলনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।   

সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরি ছাড়াও সম্মেলনস্থল ও আশপাশের সড়কগুলোকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে। এতে আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে সংগঠনটির ৪৫টি সাংগঠনিক জেলা থেকে সকাল ৭ টার পর থেকে বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন শ্রমিকলীগের প্রায় ১৬ হাজার কাউন্সিলর ও ডেলিগেটরা।

আলোকিত রাঙামাটি