রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:১৯, ২৩ আগস্ট ২০২১

আপডেট: ১৮:১৯, ১৭ জানুয়ারি ২০২২

দ্রুত অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেয়ার নির্দেশনা

দ্রুত অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেয়ার নির্দেশনা

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়াদের দ্রুততম সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গতকাল পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়