বাঙ্গালহালিয়াতে মাস্ক বিতরণ করলেন চেয়ারম্যান আদোমং মারমা
রাজস্থলী প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৭:৩৬, ৩১ জানুয়ারি ২০২২

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে ভিজিডি কার্ড উপকার ভোগীদের মাঝে চাল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে ৫৮০ জন ভিজিডি কার্ডের উপকারভোগীদের মাঝে চাল ও মাস্ক বিতরণ করেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, হ্লাথোয়াই মারমা গঞ্জ, ইউপি সদস্য সালমা আক্তার,বাপ্পী দেব, মোঃ আবদুল কাদের হাওলাদার, মোঃ এমদাদুল হক মিলন, মোঃ কামাল হোসেন, থুইসিংমং মারমা, শিমুল দাশ, ক্যচিংহ্লা মারমা, ইখ্যাইমং মারমা, থোয়াইসুইমং মারমা প্রমুখ।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশ আজ স্থবির, সরকার নানা ভাবে করোনা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তারই ধারাবাহিতায় বাঙ্গালহালিয়া এলাকায় করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি। তাই সবসময় মাস্ক পরিধান করে চলাফেরা সহ সকল কাজকর্ম করার জন্য আহবান জানান।
মন্তব্য করুন: