রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:১৯, ২৫ ডিসেম্বর ২০২১

শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

ফাইল ছবি


খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিস্টমাস) আজ ২৫ ডিসেম্বর। দুই হাজার বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়াল ঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর।

দিনটিকে ঘিরে রাজধানীর গির্জাগুলোয় এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৃথক পৃথক বার্তায় খ্রীস্টান সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খ্রীস্টান সম্প্রদায়। সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রীস্টান ধর্মাবলম্বীরা দিবসটি উৎসব ও ধর্মীয় উদ্দীপনার মধ্যে উদ্যাপন করবেন। তবে করোনা মহামারির কারণে এই দিনটি সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সর্বত্র মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি বজায় রেখে সীমিত আকারে উদ্যাপিত হবে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়