রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪২, ৮ মার্চ ২০২৩

কাপ্তাইয়ের ‘রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার’র উদ্বোধন

কাপ্তাইয়ের ‘রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার’র উদ্বোধন
‘রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহারের’ উদ্বোধন করছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

কাপ্তাইয়ের রাইখালী পূর্ণবাসনে বসবাসরত এলাকাবাসীর উদ্যোগে নির্মিত “রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার” এর শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার (৮ মার্চ)। এ উপলক্ষে বিহার প্রাঙ্গনে বৌদ্ধ বিহার উৎসর্গ, ভিত্তি প্রস্তর স্থাপন, পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কারিগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্দিতা মহাথেরের সভাপতিত্বে এ সময় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা কুকিমারা লোটাস শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত ডঃ নাগাসেন মহাথের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

কর্ণফুলী নালন্দা জ্ঞানশ্রী শিশু সদনের পরিচালক ক্ষেমানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, নব প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের প্রধান উদ্যোক্তা ও ভূমিদাতা প্রাঞ্জল তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: