রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙামাটি:-

প্রকাশিত: ২০:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৯

রাঙামাটিতে ভেটেরিনারি ঔষধ বিতরণ

রাঙামাটিতে ভেটেরিনারি ঔষধ বিতরণ

রাঙামাটির ১০ উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের হাতে ভেটেরিনারি ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে এ ঔষধ দেয়া হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

তিনি বলেন, প্রান্তিক এলাকায় খামার শিল্পের উন্নয়নে পরিষদের অর্থায়নে এ ওষুধগুলো বিতরণ করা হয়েছে। প্রকৃত খামারীরা পশু-পাখির জন্য ওষুধগুলো ব্যবহার করে অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারেন। খামারীদের সুপরামর্শ প্রদানে উপজেলা প্রাণীসম্পদ দফতরে ভেটেরিনারি ও সকল কর্মকর্তাদের আহবান জানাই।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, জেলা প্রাণীসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, প্রাণীসম্পদ দফতরের কর্মকর্তা রতন কুমার দে সহ বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ দফতরের ভেটেরিনারি সার্জনরা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়