রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৬, ১৩ মে ২০২২

আপডেট: ১৬:৪০, ১৩ মে ২০২২

রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।


মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

শুক্রবার (১৩ মে) সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক রাঙামাটি এস এ পরিবহন সংলগ্ন মৈত্রী বিহার কাঁঠালতলী এসে শেষ হয় এবং শোভাযাত্রা শেষে মৈত্রী বিহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালঙ্কার মহাথের এর সভাপতিত্বে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙামাটির ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমাসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষুগণ ছাড়াও ধর্মীয় পতাকা হাতে শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করে। এ সময় ধর্মীয় বাণী প্রচার করা হয়।

সর্বশেষ