রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০২, ২ আগস্ট ২০২২

আপডেট: ১৬:০৩, ২ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

রাঙামাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আয়োজিত সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন সকল মসজিদে জোহরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসাথে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষেও আলোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান, প্রতিনিধি ও স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন প্রোগ্রামের সিদ্ধান্ত গৃহীত হয়।