ফের সিএনজি চালকের উপর হামলা ও গাড়ি ভাংচুর করল জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদকঃ-
আপডেট: ০০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২২

এক দিনের ব্যবধানে এবার রাঙামাটি শহরতলীর রাঙাপানি এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করেছে জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীরা।
এর আগে গতকাল শুক্রবার আসামবস্তী কাপ্তাই সড়কে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় জেএসএস’র সন্ত্রাসীরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার পর রাঙাপানি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের এলএনজি গ্যাসপাম্পের পাশে এই ঘটনা ঘটে। এতে চালক আবুল হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছেন চালক সমিতির নেতারা।
সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, ‘রাত ১০টার কিছু পর রাঙাপানি সড়ক দিয়ে সিএনজি রিফিল করে গাড়ী নিয়ে যাচ্ছিলেন সংগঠনটির কার্যনিবাহী কমিটির সদস্য আবুল হোসেন। তখন পাম্পের পরপরই তার গাড়িতে বড় আকারের ঢিল ছোঁড়া হয়। তখন চালকের পায়ে আঘাত পায় এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক পালিয়ে বাঁচে। ঘটনা শোনার পরপরই আমরা খবর পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশ ও ঘটনাস্থলে আসে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি। লোকজনের সাথে কথা বলছি।’
মন্তব্য করুন: