রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২২

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির ৪২ পূজা মন্ডপে সহায়ক ডিও বিতরণ

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির ৪২ পূজা মন্ডপে সহায়ক ডিও বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলার বিভিন্ন পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যশস্য সহায়ক ডিও বিতরণ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুর দেড়টায় রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে ৪২টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে এ ডিও বিতরণ করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমূখ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলার ৪২টি পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য শস্য সহায়ক ডিও হিসেবে দেড় টন করে মোট ৬৩ টন খাদ্য শস্যের ডিও প্রদান করা হয়।