রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৮:১৪, ২ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৮:২৫, ২ ডিসেম্বর ২০২২

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা

রাঙামাটিতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক রফিক আহমদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুখময় চাকমা, জেলা কৃষকলীগের সভাপতিোঃ জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, যুব-মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২রা ডিসেম্ভর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ে দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান করা হয। শান্তি  চুক্তির পর ইতিমধ্যে সরকার ৭২টি ধারার মধ্যে বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করেছে। চুক্তির বাকি অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক।

বক্তারা আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হযেছে এবং এ অঞ্চলে  দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে।’

জনপ্রিয়