রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৮:৪০, ১৬ জানুয়ারি ২০২৩

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

রাঙামাটির সদরের মগবান এলাকায় যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ দুইজনকে গ্রফতার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভাগ্যধন চাকমা (৪০) ও সুই সিং মারমা (৩৬)।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

তিনি জানান, রবিবার দিনের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী জেলা সদরের মগবান ইউনিয়নের দোখাইয়া পাড়ায় অভিযান পরিচালনা করে ভাগ্যধন চাকমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্ধুক, নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, ছোট-বড় পাঁচটি রেজিস্ট্রার জব্দ করা হয়।

অপরদিকে, একই দিনে শহরের আসামবস্তী নতুন মুসলিম পাড়ায় অভিযান পরিচালনা করে সুই সিং মারমাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি আরও জানান, এই ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।