রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

প্রকাশিত: ১১:৫৩, ২৭ নভেম্বর ২০২১

ফেসবুক নিয়ে ছড়ানো নতুন নিয়ম কতটুকু সত্য

ফেসবুক নিয়ে ছড়ানো নতুন নিয়ম কতটুকু সত্য

ফাইল ছবি


ফেসবুক-সংক্রান্ত এক পোস্টের ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে! তরুণ-তরুণীদের পাশপাশি বড়রাও কপি-পোস্ট করে পোস্ট করছেন। হয়তো আপনার চোখেও পড়েছে।

প্রথমে ভাইরাল হওয়া পোস্টটা দেখে নিন-

“আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যাবেন না, আজ শেষ দিন! তাই একটি কাজ করে রাখুন। এটি আপনার  বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন- এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোনো খরচ নেই শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো হবে। 

ইউসিসি আইনের অধীন ১-২০৭, ১-৩০৮_আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...আমি ফেসবুক/মেটা বা অন্য কোনো ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোনো সময়েই। 

এই পোস্টটি কপি করে আপনার নিজের পেজে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধুবান্ধব, ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস, ব্যক্তিগত কোনো তথ্য বা পোস্ট এ সবের কোনো কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।”

ফেসবুক/মেটার নতুন নিয়ম আসলেই কী সত্যি?

এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ জানিয়ে মূল পোস্টটিকেও ‘গুজব’ বলে দাবি করছে বিশেষজ্ঞদের একাংশ। ফেসবুকও পোস্টটিকে ‘ভুয়া খবর’ হিসেবেই চিহ্নিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল সংস্থার নামবদল হলেও ফেসবুক যে পরিষেবা দিয়ে থাকে, তাতে কোনো পরিবর্তন হচ্ছে না।

প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার নীতি-সংক্রান্ত বিষয়ে ফেসবুক জানিয়েছে—ফেসবুক কোম্পানি তার নাম পরিবর্তন করে মেটা রাখলেও ডেটা পলিসি ও পরিষেবার শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজে উল্লেখ রয়েছে, ফেসবুকে দেওয়া পোস্ট ওই ব্যবহারকারীর মেধা-সম্পত্তি। তবে, যখন কেউ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন, তখনই প্রাইভেসি সেটিংসের ওপর ভিত্তি করে কর্তৃপক্ষকে বেশ কিছু বিষয়ে সম্মতি দিয়ে দিতে হয়। ফলে ফেসবুক কর্তৃপক্ষ প্রত্যেকের ব্যক্তিগত যেকোনো পোস্টে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

এটি যে সম্পূর্ণ ভুয়া পোস্ট তা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রিউমার্স স্ক্যানার। সুতরাং ভুয়া পোস্টটি ভুলেও বিশ্বাস করবেন না এবং শেয়ার বা পোস্ট করে অন্যকেও বিভ্রান্তিতে ফেলবেন না। এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়