রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৮, ১৩ মে ২০২২

হোয়াটসঅ্যাপে এলো রিঅ্যাকশন ফিচার, ব্যবহার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে এলো রিঅ্যাকশন ফিচার, ব্যবহার করবেন যেভাবে
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপ অবশেষে তার ব্যবহারকারীদের জন্য রিঅ্যাকশন ফিচার চালু করলো। এর মাধ্যমে মেসেঞ্জারের মতোই যে কোনো বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করা যাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ সিলেক্ট করলে বা মেসেজের পাশে মাউসের কারসার নিয়ে গেলেই আপনি বামদিকে একটি ইমোজির চিহ্ন দেখতে পাবেন। তার উপর ক্লিক করলেই আপনার সামনে হাজির হবে ছয়টি বেসিক ইমোজি থাকবে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানাতে রিঅ্যাকশন ফিচার চালু হতে যাচ্ছে। আমরা গ্রাহকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং প্রশংসার বার্তা ছড়িয়ে দিতেই এই ফিচার চালু করেছি। আরও অনেক কিছু সামনে আসতে চলেছে।’

যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ রিঅ্যাকশন ফিচারে-

ধাপ ১: আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন এবং যে কোনো চ্যাটে যান।

ধাপ ২: এখন, একটি মেসেজের ওপর দীর্ঘক্ষণ টিপুন, এবং হোয়াটসঅ্যাপ কয়েকটি বেসিক ইমোজি আপানকে দেখাবে

ধাপ ৩: আপনি এখন যেকোনও ইমোজিতে ট্যাপ করতে পারেন, যার পরে মেসেজের নীচে প্রদর্শিত হবে।

আপনি যখন কোনো বার্তায় একটি ইমোজি প্রতিক্রিয়া পাঠান, তখন হোয়াটসঅ্যাপ প্রাপককে এটি সম্পর্কে অবহিত করে। আপনি একই প্রক্রিয়া অনুসরণ করে অন্য একটিতে আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রতিক্রিয়াটি সরিয়ে ফেলা হলেও বার্তা প্রেরককে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে না।

হোয়াটসঅ্যাপ দাবি করেছে যে, কেউ একটি বার্তায় একাধিক প্রতিক্রিয়া পাঠাতে পারবে না। অদৃশ্য হয়ে যাওয়া বার্তাগুলোতে পাঠানো প্রতিক্রিয়াগুলোও সেই বার্তাটি মুছে ফেলার পরে অদৃশ্য হয়ে যাবে। কেউ প্রতিক্রিয়া হাইড করতে পারবেন না।

জনপ্রিয়