রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৯, ২০ মার্চ ২০২৩

ব্যাংকিং তথ্য চুরি করছে ফোনের যে অ্যাপ

ব্যাংকিং তথ্য চুরি করছে ফোনের যে অ্যাপ
ফাইল ছবি

স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন ক্লিনিং, গেমিং অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, বাজার-সদাইয়ের অ্যাপ দৈনন্দিন কাজ সহজ করে দিচ্ছে। তবে আসল অ্যাপের রূপে অনেক ভুয়া অ্যাপ ঘাপটি মেরে থাকে আমাদের ফোনে। এসব ভুয়া অ্যাপ ধীরে ধীরে ম্যালওয়ার ছড়ায় ফোনে।

সম্প্রতি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা, যেটি ব্যাংকিং তথ্য চুরি করছে। অ্যাপটি হচ্ছে জেনোমর্ফ (Xenomorph)। বর্তমানে এটিকে গুগল প্লে স্টোরের সবচেয়ে বিপজ্জনক অ্যাপগুলোর মধ্যে একটি চিহ্নিত করা হয়েছে। আপনার ফোনে থাকলে এখনই আনইন্সটল করুন।

জেনোমর্ফ একটি অ্যানড্রয়েড ব্যাংকিং ট্রোজান। এই ম্যালওয়্যারটি খুবই বিপজ্জনক, যা একটি বিশেষ উপায়ে ব্যবহারকারীদের ডেটা চুরি করে। অ্যাপটি মূলত একটি ক্লিনার অ্যাপ, যা ফোনে স্টোরেজ খালি করতে কাজ করে। তবে ক্লিনিং অ্যাপের ছন্দবেশে এই অ্যাপ চুরি করে ব্যবহারকারীর ব্যাংকের তথ্য।

থ্রেটফ্যাব্রিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জেনোমর্ফ ম্যালওয়্যারটি ৪০০ টিরও বেশি ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল ওয়ালেটকে লক্ষ্য করেছে। এটি আপনার সম্মতি ছাড়া লেনদেনও করতে পারে। এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করেছেন। 

এটি বর্তমানে স্পেন, আমেরিকা এবং তুরস্কের ব্যবহারকারীদের নজরে রাখছে। তবে শিগগির এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

জনপ্রিয়