রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১১, ১১ জুলাই ২০২১

আজ যেনো মেসির দিন

আজ যেনো মেসির দিন

ছবি: সংগৃহীত


২০১৪ বিশ্বকাপের ফাইনালেও উঠে ট্রফি অধরা ছিল মেসির আর্জেন্টিনার। এরপর ২০১৫ ও ২০১৬ সালে ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকার ফাইনালে উঠেও সেই রানার্স হতে হয়েছিল। মাঠে হাউ হাউ করে কেঁদেছিলেন ফুটবল গ্রহের অন্যতম সেরা নক্ষত্র মেসি। অভিমানে নিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন জাতীয় দলের হয়ে আর না খেলার।

২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ও ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু ট্রফি নিজেদের করতে পারেননি মেসি। তবে সে সবব আজ অতীত। আজ মেসির দিন। ব্রাজিল থেকেই ট্রফি নিয়ে দেশে ফিরলো আলবিসেলেস্তেরা।

মেসির আর্জেন্টিনা মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো। মেসির মুখে হাসি, তিনি নাচছেন, গাইছেন। আপামোর আর্জেন্টিনা ও মেসির ফ্যানেরা জানেন এই সেই ব্রাহ্মমুহূর্ত, যার অপেক্ষায় এতগুলো দিন অপেক্ষা করেছেন তারা।

আর্জেন্টিনার প্রতিটা গলিতে হয়তো আজ নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হবে। এবার খেলা শেষের খেলা শুরু হবে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়