রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:২১, ১১ জুলাই ২০২১

আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক ডি মারিয়া

আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক ডি মারিয়া

সেই গোলের পর ডি মারিয়া -টুইটার


পুরো বিশ্বকাপ ভালো খেলে ফাইনালে এসে ইনজুরির কারণে মাঠেই নামতে পারলেন না আনহেল ডি মারিয়া। বলছিলাম ২০১৪ বিশ্বকাপের কথা। ভক্তদের একটা ধারণাই ছিল ডি মারিয়া থাকলে হয়তো ফলাফল অন্য কিছু হতে পারতো। ঘুচতো আর্জেন্টিনার শিরোপা খরা।

এস্তাদিও দে মারাকানার ফাইনালে সেই ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা জিতল শিরোপা, তাও চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে। এমন একটা মঞ্চ যেন পাওনাই ছিল আর্জেন্টিনার অজস্র জয়ের নেপথ্য নায়কের।

অথচ এবার ফাইনালে শুরুর একাদশে জায়গাই হতো না তার। যদি না কোচ স্ক্যালোনি ভরসা রাখতেন তার অভিজ্ঞতায়। 

সেই ভরসার কি দুর্দান্ত প্রতিদানটাই না দিলেন ডি মারিয়া। করলেন একমাত্র গোলটা, গড়ে দিলেন ম্যাচের, শিরোপার ভাগ্য; যাতে ঘুচে গেল আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা!

আলোকিত রাঙামাটি