রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৩:৪০, ১৮ জুলাই ২০২১

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

ফাইল ছবি


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এরই মধ্যে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টাইগাররা। এমন ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের বাঁচা-মরার ম্যাচে দলে আছে দুই পরিবর্তন। চোট আক্রান্ত টিমিসেন মারুমার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তিশানে কামুনহুকামওয়ে।

এছাড়া শারীরিক অসুস্থতা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো খেলায় ফিরছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি খেলবেন রায়ান বার্লের জায়গায়।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তুলে নেয় ১৫৫ রানের দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচ জিতলে দীর্ঘ ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা।

আলোকিত রাঙামাটি