রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৭:০৮, ২৫ জুলাই ২০২১

জিম্বাবুয়ের উড়ন্ত সূচনায় প্রথম আঘাত সাইফের

জিম্বাবুয়ের উড়ন্ত সূচনায় প্রথম আঘাত সাইফের

মোহাম্মদ সাইফউদ্দিন


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে উড়ন্ত সূচনা পেয়েছে স্বাগতিকরা। রাজার দলে প্রথম আঘাত হেনেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৬৩ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তাদিওয়ানাশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে। একদম প্রথম বলেই উড়িয়ে মারতে যান মারুমানি, তবে সে যাত্রায় বেঁচে যান। 

দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। প্রথম চার ওভারেই স্কোরবোর্ডে তারা সংগ্রহ করে ৪৮ রান। এর মাঝে চতুর্থ ওভারে তাসকিনের ওভারে টানা পাঁচ বলে ৫টি চার হাঁকান মাধেভেরে।

উড়ন্ত জিম্বাবুয়ে শিবিরে পাওয়ার প্লের শেষ বলে আঘাত হানেন সাইফউদ্দিন। তাকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন ২৭ রান করা মারুমানি। 

আলোকিত রাঙামাটি