রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:৩২, ১০ অক্টোবর ২০২১

টি টেন লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

টি টেন লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

জুনায়েদ সিদ্দিকী


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন টি টেন লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেলেন বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তাকে দলে টেনেছে প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় দলে অভিষেকেই প্রতিভার ঝলক দেখিয়েছেন জুনায়েদ। তবে এরপরে ধারাবাহিক হতে পারেননি তিনি। ফলে ছিটকে যেতে হয় দল থেকে। ২০১২ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে এই বাঁহাতি ওপেনারকে।

বাংলাদেশের হয়ে ৭ টি-২০ খেলেছেন জুনায়েদ। ছোট্ট ক্যারিয়ারে ১৪৭ স্ট্রাইক রেটে ২৩ গড়ে ১৫৯ রান করেন জুনায়েদ। এবার ১০ ওভারের ক্রিকেটে খেলতে যাচ্ছেন তিনি। ক্রিকেটের নবীন ফরম্যাটে এ ক্রিকেটার কতটা সফল হন সেটাই দেখার।

আগামী ১৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবারের টি টেন লিগের পর্দা উঠবে। আসরের সমাপ্তি ঘটবে ৪ ডিসেম্বর।

এ বছর বেশ শক্তিশালী দল গড়েছে মারাঠা। জুনায়েদ ছাড়াও এ দলে রয়েছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজের মতো তারকা ক্রিকেটার।

উল্লেখ্য, ২০২১ টি টেন লিগে প্রথম বাংলাদেশি হিসেবে দল পান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি।

আলোকিত রাঙামাটি