রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:৪৮, ৩১ অক্টোবর ২০২১

টি-২০ বিশ্বকাপ, ২০২১

নামিবিয়াকে ফিল্ডিংয়ে পাঠালো আফগানিস্তান

নামিবিয়াকে ফিল্ডিংয়ে পাঠালো আফগানিস্তান

ফাইল ছবি


প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপে খেলতে এসেছে নামিবিয়া। এরই মধ্যে সুপার টুয়েলভ পর্বে জয় পেয়ে ইতিহাস গড়েছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নামছে নবাগত দলটি।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে আফগানিস্তান ও নামিবিয়া। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী।

এবারের আসরে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ খেলতে নামে নামিবিয়া। বাছাই পর্বে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মত দলকে পেছনে ফেলে সুপার টুয়েলভে জায়গা করে নেয় তারা।

এরপর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেট হারিয়েছে নামিবিয়া। বাছাই পর্ব পেরিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আসা কোন দলের এটিই প্রথম জয়। সেই সঙ্গে বিশ্বকাপের মত আসরে টানা তৃতীয় জয়ও তুলে নেয় তারা।

তিন জয়কে সঙ্গে নিয়ে এবার সামনে পাওয়া শক্তিশালী আফগানিস্তানকে চমকে দিয়ে চায় নামিবিয়া। 

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা।

এমতাবস্থায় নামিবিয়াকে ছোট করে দেখছে না আফগানিস্তান। তবে জয় নিইে মাঠ ছাড়তে চায় আফগানরা। টি-২০ ভার্সনে এই প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, আসগর আফগান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক।

নামিবিয়া দল: জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডুপেরেজ, জন ফ্রাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ওয়াইস, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়