রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৭:২৬, ২ নভেম্বর ২০২১

ব্যাটারদের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

ব্যাটারদের ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদ


টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বোলিং তোপে ব্যাট হাতে ধুঁকছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ছয় উইকেটে ৪৬ রান।

সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। প্রথম ৩ ওভার দেখে খেললেও চতুর্থ ওভারে আর উইকেট পতন ঠেকাতে পারেনি টাইগাররা। কাগিসো রাবাদা পরপর দুই বলে সাজঘরে ফেরান নাইম ও সৌম্য সরকারকে। নাইম ৯ রান করলেও সৌম্য গোল্ডেন ডাক মারেন।

নিজের পরের ওভারে আবারো আঘাত হানেন রাবাদা। এবার মুশফিকুর রহিম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। সৌম্যের মতো প্রথম বলেই সাজঘরে ফেরেন আফিফ হোসেনও। এর আগে ৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। 

একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন লিটন দাস। তবে তার প্রতিরোধ ভেঙে দেন তাবরাইজ শামসি। টাইগার ওপেনার ফেরার আগে করেন ২৪ রান। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়