রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:৩৯, ৩ নভেম্বর ২০২১

টি-২০ বিশ্বকাপ, ২০২১

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো স্কটল্যান্ড

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো স্কটল্যান্ড

ফাইল ছবি


টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে দুই দল।

শুরুতেই টস পর্ব। কয়েন ফ্লিকে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েৎজার।

পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামবে কিউইরা।

অন্য দিকে নিজেদের প্রথম দুই ম্যাচ হারলেও সুপার টুয়েলভে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া স্কটল্যান্ড। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠেছিল দলটি। এই পর্বে বাংলাদেশের মত দলকেও হারায় তারা। কিন্তু সুপার টুয়েলভে এখনও জয়ের স্বাদ নিতে পারেনি স্কটিশরা।

টি-২০ এ পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড। সেবার জয় পেয়েছিলো কিউইরা। ২০০৯ সালের বিশ্বকাপের ঐ ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

স্কটল্যান্ড: কাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়