বঙ্গবন্ধু বিপিএল-২২
প্রথম জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা
খেলা ডেস্কঃ-
প্রকাশিত: ১২:৩৪, ২৪ জানুয়ারি ২০২২

বিপিএলের লোগো
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে ফরচুন বরিশাল। তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশাল প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও দুই ম্যাচেই হারের মুখ দেখেছে ঢাকা।
এমতাবস্থায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে ঢাকা। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বরিশাল। যেখানে আগে বোলিং করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১২৫ রানে বেঁধে ফেলে তারা। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।
ইউনিভার্স বস ক্রিস গেইল আসায় বরিশালের স্কোয়াড আরো শক্তিশালী হয়েছে। ফলে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে দলটি।
অন্যদিকে আসরের উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ঢাকা। সেই ম্যাচে আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করেছিল তারা। স্কোরবোর্ডে এত রান নিয়েও বোলিং ব্যর্থতায় ম্যাচটি হেরে যায় তারা।
পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬১ রানে বেঁধে ফেলে ঢাকা। কিন্তু নিজেরা করে আরো কম। ১৩১ রানে অল আউট হয়ে হার মানে ৩০ রানে। আজকের ম্যাচে যে করেই হোক হারের বৃত্ত থেকে বেরোতে চাইবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মন্তব্য করুন: