রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৪৫, ২৭ মার্চ ২০২২

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফী

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফী
​​​​​​​মাশরাফী বিন মোর্ত্তজা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ। তবে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কোনো ভবিষ্যদ্বাণী করতে চাননি তিনি।

অবশ্য এড় কারণটাও খোলাসা করেছেন মাশরাফী। এই কিংবদন্তির মতে, সেমিফাইনাল ও ফাইনাল জিততে হলে পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে। মাশরাফী তাই সেমিফাইনাল পর্যন্ত প্রেডিকশন করে বলছেন, ২০২৩ বিশ্বকাপের শেষ চারে থাকবে বাংলাদেশ।

মাশরাফী বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে, এটা আমার বিশ্বাস। যেহেতু ভারতে খেলা। ২০১৯ এর বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মত এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে। তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরী। বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। সেমিফাইনালে ওঠার পর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।’

মাশরাফী যোগ করেন, ‘একটা দল যখন ভালো খেলা শুরু করে, তখন কিছু দুর্বল জায়গাও থাকে। বড় টুর্নামেন্টে যত কম ভুল করবে তত ভালো। এই ওয়ানডে দল ২০১৫ সাল থেকেই ভালো খেলছে। একটা ছন্দ চলে এসেছে। এই ছন্দ মস্তিস্কেও কাজ করে যখন দল ওয়ানডে খেলতে নামে। এটা খুব ভালো সুযোগ। সামনে যত দ্বিপাক্ষিক সিরিজ আছে, সেই সাথে বিশ্বকাপ।’

বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে চার সিনিয়রের পাশাপাশি তরুণরাও পারফর্ম করবে জানিয়ে মাশরাফী বলেন, ‘আমাদের জন্য এটাই আশাবাদী হওয়ার মত ফরম্যাট। দীর্ঘদিন ধরে আমরা এই ফরম্যাটে ভালো খেলছি আর ৪ জন অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা প্রায় ১৩-১৪-১৫ বছর খেলছে। চারজনের অভিজ্ঞতা মেলালে প্রায় ৬০ বছর। লিটন, তাসকিনদেরও ৭-৮ বছর হয়ে গেছে, মানে এখন ওদের পারফর্ম করার সময় এবং করছেও তারা।’

জনপ্রিয়