রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৩, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:৩০, ২১ সেপ্টেম্বর ২০২২

সাফ সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর তৈরি করে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর তৈরি করে দেয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান জানান, দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবো। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়