রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১২:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২২

পাশের বাড়ি নয়, নিজের ঘরে মেয়ের খেলা দেখবে রুপনার মা

পাশের বাড়ি নয়, নিজের ঘরে মেয়ের খেলা দেখবে রুপনার মা

হতদরিদ্র পরিবারের জন্ম নেয়া সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার পরিবারে অসচ্ছলতায় দুর্বিষহ দিন কাটে তাদের।

রুপনা চাকমা রাঙামাটির নানিয়ারচরের দুর্গম ভুইঁয়াদাম গ্রামের মেয়ে। তার খেলা দেখতে তার মা কালাসোনা চাকমা ছুটে যেতেন পাশের বাড়িতে। আক্ষেপ ঘুচল মেয়ের খেলা নিজের টিভিতেই দেখতে পারবে বলে।

নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবার রুপনার মা মেয়ের খেলা দেখার জন্য পেল ৩২" এলইডি টিভি এবং ডিশ এন্টেনা।

বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান রুপনার মায়ের হাতে এলইডি টিভিটি হস্তান্তর করে।


টিভি পেয়ে খুশি হয়ে রুপনার মা কালাসোনা চাকমা বলেন, আমার এত যে খুশি লাগছে তা অবিশ্বাস্য। আমার মেয়ের খেলা দেখতে আমি পাশের বাড়িতে যেতাম, এখন নিজের বাসায় বসে রুপনাকে দেখব।

সম্পর্কিত বিষয়: