রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০১, ৫ ডিসেম্বর ২০২২

পরিসংখ্যানে ব্রাজিলের কাছে দক্ষিণ কোরিয়ার হার

পরিসংখ্যানে ব্রাজিলের কাছে দক্ষিণ কোরিয়ার হার
ফাইল ছবি

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তবে মাঠে নামার আগেই পরিসংখ্যানের খেলায় ব্রাজিলের কাছে হার মানলো কোরিয়ানরা।

বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দুই দল। এই লড়াইয়ে শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় পরিষ্কার ফেবারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র‍্যাংকিংয়েরও শীর্ষে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার র‍্যাংকিং ২৮।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে দেখা যায়,দক্ষিণ কোরিয়া থেকে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। এর মধ্যে জিতেছে ৬টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

দুই দলের সবশেষ দেখা হয় চলতি বছরেরই জুনে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সে ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপে এর আগে কখনই দেখা হয়নি দুই দলের। 

এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। সেটাও আবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে। শক্তির বিচারে ব্রাজিলিয়ানরা বহু এগিয়ে। তবে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ফর্ম বলে, তারাও ছেড়ে দেবার পাত্র নয়। বাকিটা দেখা যাবে মাঠের লড়াইয়ে।

জনপ্রিয়