রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২০, ৫ ডিসেম্বর ২০২২

ব্রাজিলকে হারানোর হুমকি দিলো দক্ষিণ কোরিয়া

ব্রাজিলকে হারানোর হুমকি দিলো দক্ষিণ কোরিয়া

কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। দুর্দান্ত খেলে নকআউট পর্বে পা রেখেছে তারা। শেষ ষোলোর লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। ছিটকে পড়ার দুয়ারে গিয়েও বিশ্বকাপে টিকে আছে তারা। এবার তারা ব্রাজিলকেও হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী।

নকআউট পর্বের প্রথম ধাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে তাদের ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করেন দলটির কোচ পাওলো বেন্তো। তিতের দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসীও তিনি। এবারের বিশ্বকাপের বাস্তবতা আশা দেখাচ্ছে কোরিয়াকে।

বেন্তো বলেন, ‘বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জিততে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই।’

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা গেছে একের পর এক অঘটন। আর্জেন্টিনা ও ব্রাজিল হেরেছে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে। জার্মানি ও স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জিতেছে তিউনিসিয়া। 

কোরিয়াও বসে থাকেনি। তারাও ঘটিয়েছে অঘটন। তারা নকআউট পর্বের টিকেট পেয়েছে গ্রুপের শেষ ম্যাচে যোগ করা সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে। উরুগুয়ের চেয়ে গোল বেশি করার সুবাদে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোওতে পা রেখেছে তারা।

সর্বশেষ