রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫১, ৩০ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

চলতি বছর ঘরে মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নিজেদের মাঝে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

দুই বোর্ডের সমঝোতায় প্রস্ততি ম্যাচ দুটি বাতিল হয়েছে। রোববার প্রস্তুতি ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন।’

গত কয়েকদিন ধরে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে বেশ আলোচনা হচ্ছে । এ ব্যাপারে সিইও বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করেই আমরা ভেন্যু ঠিক করি।’

এরপর তিনি বলেন, ‘সে চিন্তা থেকে ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের একটা সূচি ছিল। যেটা আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সিলেটে খেলবেন না।’

এর আগে ২০১৬ সালে বাংলাদেশে সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার ইংল্যান্ডরে বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। 

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর, 
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, 
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-২০ সিরিজ

৯ মার্চ- প্রথম টি-২০, চট্টগ্রাম
১২ মার্চ- দ্বিতীয় টি-২০, মিরপুর
১৪ মার্চ- তৃতীয় টি-২০, মিরপুর।

জনপ্রিয়