বিপিএল-২০২৩
ইফতিখার ঝড়ে রান পাহাড়ে বরিশাল
স্পোর্টস ডেস্কঃ-
প্রকাশিত: ১৫:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩

সিলেট পর্ব শেষে ফের ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ পেয়েছে সাকিবের দল।
নির্ধারিত ২০ ওভারে বরিশালের সংগ্রহ পাঁচ উইকেটে ১৯৪ রান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা টাইগার্স অধিনায়ক শাই হোপ। শুরুতেই ১২ রানে ফেরেন আনামুল হক বিজয়। আরেক ওপেনার ফজলে মাহমুদ করেন ৩৯ রান।
তিনে নামা ইব্রাহিম জাদরান ২৩ রানের বেশি করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। দুজনের ব্যাটে দ্রুত এগোতে থাকে বরিশাল। ২১ বলে ৩৬ রানে সাকিব আউট হলে ভাঙে দুজনের জুটি।
শেষদিকে মিরপুরে ঝড় তোলেন ইফতিখার আহমেদ। ৩০ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। পাকিস্তানি এ ব্যাটার শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন। করিম জানাত মাত্র ৭ বলে ১৬ রানের এক ক্যামিও উপহার দিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন।
শেষ পাঁচ ওভারে ৭৯ রান তোলে বরিশাল। খুলনার হয়ে পল ভ্যান মিকিরিন একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদুল ইসলাম ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।
মন্তব্য করুন: