রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:২৪, ১৪ মার্চ ২০২৩

ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফিরলেন লিটন

ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফিরলেন লিটন
​​​​​​​ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ইংলিশ বোলারদের পিটিয়ে আজ ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন লিটন দাস। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে দুই উইকেটে ১৩৯ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সিরিজে প্রথমবারের মতো টস জিতেছেন তিনি।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় দুজনের ব্যাটে প্রথমবারের মতো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা।

দারুণ শুরুর পর দলীয় ৫৫ রানে বিদায় নেন রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন তিনি। এর আগে ২২ বলে করেন ২৪ রান।

রনি বিদায় নিলেও অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকেন লিটন। সেই ধারাবাহিকতায়  ৪১ বলে পেয়ে যান ফিফটির দেখা। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ১৮ রানে অপরাজিত আছেন।

এ ম্যাচে ‍দুই পরিবর্তন এসেছে টাইগার শিবিরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হারানো বাঁহাতি ব্যাটার শামীম হোসাইন দলে ফিরেছেন। এছাড়া লাল সবুজের জার্সিতে টি-২০তে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলামের। এতে বিশ্রাম পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

সর্বশেষ