রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩১, ১৮ মার্চ ২০২৩

আইরিশদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

আইরিশদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছে গেছে দু’দলই। ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছেন দুই দলের খেলোয়াড়রা।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়।

এদিকে নিজেদের মাটিতে শক্তির বিচারে আইরিশদের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সেটা হোক ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ইউনিট। ধারাবাহিক পারফরম্যান্স করেই ইংলিশদের নাস্তানাবুদ করেছে টিম টাইগার্স। আর সেই আত্মবিশ্বাস নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে তামিম ইকবালের দল।

চলতি সিরিজের কয়েকদিন আগেই টাইগার স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে দলে জায়গা হারিয়েছেন টাইগারদের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। তিনিও ইনজুরিতে পড়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার।

এদিকে শুক্রবার অনুশীলনের সময় বুকে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক অলরাউন্ডার মেহেদী মিরাজ। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। 

ইংল্যান্ডের বিপক্ষে দলে জায়গা হারানো ইয়াসির আলী চৌধুরী চলতি সিরিজে ডাক পেয়েছেন। আজকের ম্যাচে সেরা একাদশে ইয়াসিরের সুযোগ হলে সেক্ষেত্রে বেঞ্চে বসবেন আফিফ হোসেন। অবশ্য ব্যাট হাতে দু'জনেরই সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তিদ্বায়ক নয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা তৌহিদ হৃদয়ের। এছাড়াও এ সিরিজে তাইজুল ইসলাম না থাকায় দলে অনেকটাই জায়গা পাকা নাসুম আহমেদের। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ