রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:১৩, ২৩ মার্চ ২০২৩

আইরিশ শিবিরে শুরুতেই হাসানের আঘাত

আইরিশ শিবিরে শুরুতেই হাসানের আঘাত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বল হাতে শুরুতেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ১৬ রান।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন দোহেনি। শুরু থেকেই দেখে খেলতে থাকে দুজন।

ইনিংসের পঞ্চম ওভারে এসে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে সাজঘরে ফিরেছেন ৮ রান করা দোহেনি।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। এ ম্যাচে ইয়াসির আলী চৌধুরিকে বিশ্রাম দিয়ে মেহেদী হাসান মিরাজকে দলে নেয়া হয়েছে। অন্যদিকে কোনো পরিবর্তন ছাড়াই দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নেমেছে আইরিশরা। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, ম্যাথু হাম্প্রিস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন, মার্ক আদাইর, গ্রাহাম হিউম।

জনপ্রিয়