রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ২৩ মার্চ ২০২৩

হাসান-তাসকিনে দিশেহারা আইরিশরা

হাসান-তাসকিনে দিশেহারা আইরিশরা

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে বল হাতে শুরুতেই আইরিশদের তিন উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। প্রথম পাওয়ারপ্লেতে চার উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১১.১ ওভারে চার উইকেটে ৩৪ রান।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন দোহেনি। শুরু থেকেই দেখে খেলতে থাকে দুজন।

ইনিংসের পঞ্চম ওভারে এসে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে সাজঘরে ফিরেছেন ৮ রান করা দোহেনি। এরপর ২২ গজে আসেন আইরিশ অধিনায়ক অ্যান্ডু বালবির্নি। 

প্রথম পাওয়ার প্লের নবম ও নিজের পঞ্চম ওভার করতে এসে আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। এ ওভারের প্রথম বলে র্স্টালিং এবং চতুর্থ ডেলিভারিতে হ্যারি টেক্টরকে লেগ বিফরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি।

এরপর দশ ওভারে বল করতে এসে আইরিশ অধিনায়ক বালবির্নিকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। ওভারের দ্বিতীয় বলে থার্ড স্লিপ লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। এ ম্যাচে ইয়াসির আলী চৌধুরিকে বিশ্রাম দিয়ে মেহেদী হাসান মিরাজকে দলে নেয়া হয়েছে। অন্যদিকে কোনো পরিবর্তন ছাড়াই দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নেমেছে আইরিশরা।