রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪১, ২৪ মার্চ ২০২৩

বাঁচা-মরার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ (শুক্রবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

এর আগে একই ভেন্যুতে দুপুর সোয়া তিনটায় পরস্পরের মুখোমুখি হবে ভুটান ও রাশিয়া।

এটি হবে টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে আসরের অতিথি দল শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

আজ উপমহাদেশের আরেক ফুটবল পরাশক্তি ভারতের মোকাবেলা করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে অধিনায়ক রুমা আক্তারের দলকে।  

রাউন্ড রবিন লিগ পদ্ধতির  টুর্নামেন্টে এই মুহুর্তে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তালিকার শীর্ষে থাকা ভারতেরও সংগ্রহ তিন পয়েন্ট। তবে তারা বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

নিজেদের মাটিতে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি অনুপ্রেরণা যোগাবে রুমা আক্তারদের। টুর্নামেন্টে ভারতীয়দের ফেভারিট বলা হলেও সেরাটা দিয়ে সেখান থেকেই ভালো কিছু অর্জন করতে চায় বাংলাদেশ।

সর্বশেষ