রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২১

অগ্নিদগ্ধ কাহিনী চাকমা’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মামুনুর রশিদ

অগ্নিদগ্ধ কাহিনী চাকমা’র পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মামুনুর রশিদ
ছবি:- আলোকিত  রাঙ্গামাটি

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামের হতদরিদ্র পরিবারের ৭ বছরের অগ্নিদগ্ধ শিশু কাহিনী চাকমার চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় অগ্নিদগ্ধ শিশু কাহিনী চাকমার চিকিৎসার জন্য সহায়তা বাবদ ২৫ হাজার টাকার চেক তুলে দেন বাঘাইছড়ি উপজেলার স্থানীয় সংবাদ কর্মী মোঃ ওমর ফারুক সুমন এর হাতে। এ সময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মানিক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, আমি ২১ তারিখ সকালে সাংবাদিক ওমর ফারুক সুমনের ফেইসবুক পোস্টের মাধ্যমে শিশু কাহিনীর চাকমার অগ্নিদগ্ধের ঘটনাটি জানতে পারি এবং তাৎক্ষানিক সুমনের সাথে যোগাযোগ করে সহায়তার বিষয়টি নিশ্চিত করি। আজ শিশুটির চিকিৎসার জন্য ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করি। 

এ সময় জেলা প্রশাসক অগ্নিদগ্ধ শিশু কাহিনী চাকমার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করায় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও শিশু কাহিনী চাকমার চিকিৎসায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, কাহিনী চাকমা আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামের হতদরিদ্র জুম চাষী লিটন চাকমার মেয়ে। সে গত ১৫ দিন পূর্বে শীত নিবারনের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় গ্রাম্য হাতুড়ে বৈদ্যের কাছে চিকিৎসা নেয়। কিন্তু অপচিকিৎসার শিকার হয়ে অবস্থার অবনতি হলে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন কাহিনী চাকমার অসহায়ত্বের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সশন চাকমা, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশনসহ স্থানীয় বেশ কয়েকজন সহৃদয়বান ব্যক্তি। পরে সকলের প্রচেষ্টায় কাহিনী চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে দুইদিন চিকিৎসায় অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন বলে নিশ্চিত করেন কাহিনী চাকমার বাবা লিটন চাকমা। এতে মোটা অংকের অর্থের প্রয়োজন দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পরেন হতদরিদ্র জুম চাষী লিটন চাকমা এবং চেয়েছেন সকলের সহায়তা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়