রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২৫, ৬ মার্চ ২০২০

অধিনায়ক মাশরাফীর শেষ ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

অধিনায়ক মাশরাফীর শেষ ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল


অবসান হচ্ছে দীর্ঘ ছয় বছরের ওয়ানডে অধিনায়কত্বের। দলপতি হিসেবে নিজের শেষ ওয়ানডে ম্যাচে দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়।

মাশরাফীর বিদায়ী ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে ফেরা সৌম্য সরকারকে দেখা যেতে পারে একাদশেও। এ ম্যাচে মুশফিকুর রহিম থাকছেন না তা নিশ্চিত। বিশ্রামে থাকতে পারেন ওপেনার তামিম ইকবালও। বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া শফিউলের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান। 

প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার হলেও মাশরাফীর নেতৃত্বে এটিই শেষ ম্যাচ বলে ম্যাচটি পাচ্ছে বাড়তি গুরুত্ব।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতম্বোজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল্টন শুমা, কার্ল মুম্বা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়